Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেপালি সম্প্রদায়ের আদি কবি ভানুভক্ত আচার্যের ২১১তম জন্মদিন উদযাপন

নেপালি সম্প্রদায়ের আদি কবি ভানুভক্ত আচার্যের ২১১তম জন্মদিন উদযাপন

Celebrating the 211th birth anniversary of Bhanubhakta Acharya, the original poet of the Nepali community

জলপাইগুড়ির ভানুনগর এলাকায় নেপালি সম্প্রদায়ের আদি কবি ভানুভক্ত আচার্যের ২১১তম জন্মদিন যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে উদযাপিত হয়েছে। এই বিশেষ দিনটি নেপালি সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মানীয় ও গুরুত্বপূর্ণ।

আজ, আদি কবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষে ভানুনগরে অবস্থিত ভানুভক্তের পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়। ভানুভক্ত উদযাপন কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পাশাপাশি, জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকেও আদি কবি ভানুভক্তকে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে সম্মান জানানো হয়। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ভানুভক্তের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান।

ভানুভক্ত উদযাপন কমিটি এবং ভানু নগর নেপালি কল্যাণ সমাজ ও শায়োগ-এর যৌথ উদ্যোগে পুরো অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আদি কবিকে স্মরণ করা হয়, যা নেপালি সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ।

ভানুভক্ত আচার্য নেপালি সাহিত্যের একজন পথিকৃৎ হিসেবে পরিচিত। তাঁর জন্মদিন উদযাপন নেপালি ভাষা ও সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখার এবং নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code