Latest News

6/recent/ticker-posts

Ad Code

অস্বস্তিতে অনুব্রত, এদিকে TMC তে বড় ভাঙন, BJP তে শতাধিক কর্মী

অস্বস্তিতে অনুব্রত, এদিকে TMC তে বড় ভাঙন, BJP তে শতাধিক কর্মী

tmc to bjp


সাঁইথিয়ায় তৃণমূলকে ধাক্কা, ১৫০ জন্য পরিবার বিজেপিতে যোগদান করলেন। বিজেপির কথায়, তৃণমূল কংগ্রেসের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি ও লাগাতার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং দেশের স্বার্থে নতুন সংকল্প নিয়ে বীরভূম সাংগঠনিক জেলার সাঁইথিয়া বিধানসভার সাঁইথিয়া শহর ও মাঠপলসা অঞ্চলের কুনুড়ি গ্রাম থেকে প্রায় ১৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলো ভারতীয় জনতা পার্টিতে। এই রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা। তাঁর হাত ধরেই ওই পরিবারগুলোর বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়।

বিজেপি নেতৃত্বের দাবি, এই গণযোগদান প্রমাণ করছে সাধারণ মানুষ আর তৃণমূলের শাসনে নিরাপদ বোধ করছেন না। পরিবর্তনের আশায় তারা বিজেপিকে বেছে নিচ্ছেন এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং আগামী দিনগুলিতে সাঁইথিয়া অঞ্চলে রাজনীতির হাওয়া আরও কতটা বদলায়, তা এখন সময়ই বলবে।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় জেলায় বড় বদল করেছে তৃণমূল। উল্লেখযোগ্যভাবে বীরভূমের জেলা সভাপতি পদ শূন্য রেখে কোর কমিটিতেই আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান রাখা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। বীরভূমে ৯জনের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তবে তিনি আর জেলা সভাপতি নেই। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরানোর পর তৃণমূল থেকে বিজেপি যোগ দান বেশ নজরে পড়ছে। এদিকে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন অনুব্রত। আইসিকে ফোন করে হুমকির অডিও ভাইরাল হয়। এরপর দলের নির্দেশে ক্ষমাও চান তবে এফআইআর রুজু করেছে পুলিশ। তলব করা হলেও যাননি তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code