Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC-র শিক্ষক নিয়োগে বড় বদল! OBC-দের জেনারেল হয়েই করতে হবে আবেদন!

SSC-র শিক্ষক নিয়োগে বড় বদল! OBC-দের জেনারেল হয়েই করতে হবে আবেদন!

ssc


স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে যে ওবিসি নিয়ে সমস্যা হবে তা আগেই আঁচ পাওয়া যাচ্ছিল। আর হল তাই। এসএসসি শিক্ষক নিয়োগের আবেদনে ক্যাটাগরি থেকে আপাতত তুলে নিল ওবিসি। ওবিসিদের আবেদন জানাতে হবে জেনারেল হয়েই। ওবিসি নিয়ে মামলা রয়েছে আদালতে। সেই মামলার নিষ্পত্তি হয়নি এখনোও। এসএসসির তরফে জানানো হয়েছে, আদালতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে তখনই আবেদনপত্রে ওবিসি তালিকভুক্ত প্রার্থীরা ‘জাতি’ জানিয়ে আবেদন করতে পারবেন।

সোমবার এসএসসির আবেদনের পোর্টাল বন্ধ ছিল। এসএসসির তরফে জানানো হয়েছে, এই আপগ্রেডেশনের কারণেই বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার পোর্টাল আবার চালু হয়েছে। আর তারপরেই দেখা গেল পরিবর্তন। ক্যাটাগরিতে নেই ওবিসি। এসএসসি সূত্রে জানা গেছে, আপাতত জেনারেল হয়েই আবেদন পূরণ করতে হবে। আদালতে মামলা নিষ্পত্তির পর ফের পোর্টাল খুলে দেওয়া হবে তখন জাতিগত তথ্য আপডেট করা যাবে। যাঁরা ইতিমধ্যে জাতি উল্লেখ করে আবেদন করে ফেলেছেন, পরবর্তী কালে হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশ বার হলে তা সংশোধন করে দেওয়া হবে।

কিন্তু তবুও থেকে যাচ্ছে প্রশ্ন। জেনারেলদের আবেদন ফি ৫০০ টাকা যেখানে সংরক্ষিতদের আবেদন ফি ২০০ টাকা। ওবিসি তুলে দেওয়ার ফলে ৫০০ টাকা আবেদন ফি দিয়েই আবেদন করতে হবে সকলকে। এসএসসি সূত্রে জানা গিয়েছে, তাঁদের আবেদনপত্রের মূল্যে ছাড় দেওয়া হয়নি। এখন ওবিসিদের জন্য আবেদনপত্রের মূল্যে ছাড় নেই। অনেকেরই প্রশ্ন, ওবিসি হয়ে যে সুযোগ পেতেন, সেটা পাবেন কি না। কোর্টের সিদ্ধান্ত এলে সেটা নিয়ে উপযুক্ত ব্যবস্থা করা হবে বলে খবর।

إرسال تعليق

0 تعليقات

Ad Code