Latest News

6/recent/ticker-posts

Ad Code

দালাল চক্র বন্ধ করার দাবিতে বিক্ষোভ সদর দলিল লেখক সমিতির

দালাল চক্র বন্ধ করার দাবিতে বিক্ষোভ সদর দলিল লেখক সমিতির

Sadar Document Writers Association protests demanding an end to the broker ring


রেজিস্ট্রি অফিসে দালাল চক্র বন্ধ করার দাবিতে এবার বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়িতে। বিক্ষোভ প্রদর্শন করলো দলিল সদর লেখক সমিতি।

দলিল লেখক সমিতির সদস্যদের দাবি মানা না হলে এরপর বৃহৎ আকারে আন্দোলন করবে । এমনটাই হুঁশিয়ারি দিলেন দলিল লেখক সমিতির সদস্যরা।

রেজিস্ট্রি দপ্তরের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। মূলত তাদের দাবি অবাঞ্ছিত বা দালালে ভর্তি হয়ে গেছে এই অফিস। যার ফলে দলিল লেখকরা সঠিকভাবে তাদের কাজ করতে পারছে না। বাইরের থেকে দালালরা আমিন এনে জমি রেজিস্ট্রির কাজ করানো হচ্ছে তাদের দিয়ে। তাই আজ অবস্থান বিক্ষোভ করেন জলপাইগুড়ি রেজিস্ট্রি দপ্তরের সামনে।

আগামীতে তাদের এই দাবি মানা না হলে অবৈধ উপায়ে এই দালাল চক্র বন্ধ করবেন দলিল লেখক সমিতি। এমনটাই জানিয়েছেন তারা‌ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code