Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2025: আইপিএল খেতাব জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

IPL 2025: আইপিএল খেতাব জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

IPL FINAL


শ্রেয়সের পাঞ্জাব সুপার কিংসকে হারিয়ে আইপিএল খেতাব জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। খেতাব জিততেই চোখ ঢেকে আনন্দের কান্নায় ভেঙে পড়লেন কোহলি। আবেগপ্রবণ কোহলির স্বপ্ন পূরণ।  দুই ফাইনালিস্ট বেঙ্গালুরু ও পঞ্জাবের জার্সিতে লালের আধিক্য বেশি থাকলেও গ্যালারিতে টেক্কা দিলেন বেঙ্গালুরুর সমর্থকেরা। ১৯১ রান তাড়া করতে নেমে পঞ্জাবের প্রতিটা উইকেট পড়ার সঙ্গে ডেসিবেল আরও বাড়তে থাকে। 


এদিন প্রথম ব্যাট করতে নেমে ১৯১ রানের ইনিংস গড়ে আরসিবি। আর সেই রান তাড়া করতে নেমে পাঞ্জাব একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ হেরে গেল। তবে অতি সহজে ১৯১ রান তুলতে পারেনি কোহলিরাও। ৯ উইকেট হারিয়ে এই স্কোর গড়েন। এদিন ৩৫ বলে ৪৮ রানের স্কোর গড়েন কোহলি। এছাড়া রজত পতিদার করেন ২৬। আর কেউই ২৬ পেরোতে পারেনি। 


জবাবে ব্যাট করতে নেমে ৩০ বলে ৬১ রানের ইনিংস খেলেন শশাঙ্ক। এছাড়া ৩৯ রানের ইনিংস খেলেন ইংলিশ। প্রভিসরন ও আর্য যথাক্রমে ২৬ ও ২৫ রান করে। শেষমেষ ৬ রানে হারে পাঞ্জাব। শ্রেয়সের দ্বিতীয় দলের হয়ে ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থাকলো। ৬ রানে পঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। খেতাব জিতে মাঠেই কেঁদে ফেললেন বিরাট।


ম্যাচের শেষে মাঠেই কাঁদলেন কোহলি। আবেগে ভাসলেন কিংগ। পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টার চোখও যেন ছলছলে। বিষণ্ণ নায়িকা দেখলেন, তৃতীয়বার ফাইনালে উঠেও শূন্যই থেক গেল ট্রফির আলমারি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code