Latest News

6/recent/ticker-posts

Ad Code

১লা জুলাই অর্ধদিবস ছুটি ঘোষনা রাজ্যের

১লা জুলাই অর্ধদিবস ছুটি ঘোষনা রাজ্যের


nabanna

১লা জুলাই চিকিৎসক দিবস। আর তাই ১লা জুলাই অর্ধদিবস ছুটি ঘোষনা রাজ্যের। অর্ধদিবস হাজিরা দিতে হবে সরকারি কর্মীদের। তাই খুশির হাওয়া কর্মী মহলে।

১ জুলাই স্বনামধন্য চিকিৎসক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী আর এদিনেই সারা দেশ জুড়ে পালিত হয় চিকিৎসক দিবস। সেই উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের ‘হাফ ছুটি’র ঘোষণা। ওই দিন দুপুর দু’টোয় বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারি অফিস।

যদিও কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিস খোলা থাকবে। প্রতি বছরের ন্যায় এবছরেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে এই দিন।

গত কয়েক বছরের মতোই এবছরও ১ জুলাই, আগামী মঙ্গলবার সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি দিল রাজ্য।

إرسال تعليق

0 تعليقات

Ad Code