Latest News

6/recent/ticker-posts

Ad Code

৮ দফা দাবিতে আজিমগঞ্জ জংশনের স্টেশন ম্যানেজার এর মাধ্যমে হাওড়া ডি. আর. এম কে ডেপুটেশন রেল যাত্রী ও নাগরিক মঞ্চের

৮ দফা দাবিতে আজিমগঞ্জ জংশনের স্টেশন ম্যানেজার এর মাধ্যমে হাওড়া ডি. আর. এম কে ডেপুটেশন রেল যাত্রী ও নাগরিক মঞ্চের

Rail news


আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের তরফে ৮ দফা দাবি আজিমগঞ্জ জংশনের স্টেশন ম্যানেজার এর মাধ্যমে হাওড়া ডি. আর. এম কে দেওয়া হল। 


মালদা ও রামপুরহাটের সঙ্গে আরো নিবিড় রেল যোগাযোগ স্থাপন, আজিমগঞ্জ জংশন এর সার্বিক উন্নতি সাধন, আজিমগঞ্জ জংশন থেকে দূরবর্তী দিল্লি ব্যাঙ্গালোর চেন্নাই ইত্যাদি জায়গার ট্রেন, কিছু কিছু ট্রেনকে আজিমগঞ্জ জংশন তথা নসিবপুর ব্রিজ দিয়ে চালানোর দাবি, মুর্শিদাবাদ জংশনে হাম সফর এক্সপ্রেসের স্টপেজ, আজিমগঞ্জ কাটোয়া রুটে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের খাগড়াঘাট স্টেশনে স্টপেজ, লালগোলা লাইনের সমস্ত লোকাল ট্রেনের টয়লেট, আজিমগঞ্জ জংশনে রিজার্ভেশন কাউন্টার রাত্রি আটটা অব্দি খোলা রাখা ইত্যাদি হয়। 



উপস্থিত ছিলেন অবনী প্রামানিক ,মৃত্তিকা মোহর, রাজু দাস, অরুণাশীষ ভট্টাচার্য, নাসিমা খাতুন, আফসানা পারভিন, সৌরভ ঘোষ, অসিত দাস, আমিনুর রহমান সরকার, শংকর হাজরা, শাকিরউদ্দিন, ধনঞ্জয় হালদার পার্থ ঘোষ প্রদীপ চ্যাটার্জী ফাল্গুনী সিংহ ইত্যাদি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code