Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী, কবে থেকে শুরু ভর্তি প্রক্রিয়া?

কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী, কবে থেকে শুরু ভর্তি প্রক্রিয়া?

Bratya Basu


অবশেষে অপেক্ষার অবসান! আজ আনুষ্ঠানিক ভাবে কলেজে ভর্তির পোর্টাল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভর্তি প্রক্রিয়া। আগামীকাল সকাল ১০টা থেকেই খুলে যাবে ওয়েবসাইট এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী। 


মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত শিক্ষাবর্ষে সারা দেশের মধ্যে প্রথম স্নাতকস্তরে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি ব্যবস্থা করা হয়েছিলো। সেই ধারা বজায় রেখেই রাজ্যের সরকার পোষিত ১৭টি বিশ্ববিদ্যালয়ের অধীন ৪৬০টি সরকারি এবং সরকার পোষিত কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতকস্তরে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া চালু করলেন উচ্চশিক্ষা এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রাত্য বসু। আগামী কাল সকাল ১০টা থেকে এই পোর্টালে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।


উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে প্রায় এক মাস আগেই। তারপর থেকেই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু নিয়ে চিন্তায় ছিল ছাত্রছাত্রীরা। শেষমেষ সেই চিন্তায় ইতি। আগামীকাল থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। 


বিধানসভায় বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের প্রশ্নের জবাবে ব্রাত্য বসু জানিয়েছেন, 'কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে।' কবে খুলবে কলেজে ভর্তি পোর্টাল? প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী জানান, "কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে। UGC-র গাইডলাইন মেনেই সব করা হচ্ছে। পোর্টাল রেডি, খুব শীঘ্রই চালু হবে। আমরা সবটাই সময় মেপে করছি।'' সেই মতোই উদ্বোধন হল পোর্টালের। 


গত ৭ই মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। কেটে গেল একটা মাস। কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। খোলেনি পোর্টাল। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছিল ছাত্রছাত্রীরা। কবে শুরু হবে ভর্তি প্রক্রিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজছিল উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা। শেষমেষ আগামীকাল থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code