দিনহাটা জুড়ে বাইক মিছিল, 'সেনাদের তৈরি' থাকার নির্দেশ মন্ত্রী উদয়ন গুহ'র
মন্ত্রী উদয়ন গুহ'র ডাকে আজ দিনহাটা জুড়ে অনুষ্ঠিত হয় বাইক মিছিল। দিনহাটার প্রতিটি অঞ্চল জুড়েই আজ এই মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি এলাকার তৃণমূলের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিন তৃণমূল কর্মীরা বাইক মিছিলের মাধ্যমে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে স্লোগান তোলেন। প্রসঙ্গত এই মিছিলের পটভূমিতে রয়েছে আগামীকাল দিনহাটায় বিজেপির পরিকল্পিত 'তিরঙ্গা যাত্রা' কর্মসূচি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এই কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় তা বাতিল হয়েছে বলে দাবি করেছেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন।
এরই মধ্যে মন্ত্রী উদয়ন গুহ মঙ্গলবার সকালে ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন, "আজ বিকেলে বাইক মিছিলের পর, সব অঞ্চলের ছবি চাই। যুদ্ধ না হলেও সেনাদের তৈরি থাকতে হয়।" তার এই পোস্টের পরই দিনহাটার বিভিন্ন অঞ্চল জুড়ে তৃণমূলের বাইক মিছিলের আয়োজন করা হয়।
যদিও মিছিলে যুক্ত থাকা নেতারা কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের কারনেই এদিন বিজয়মিছিল করা হয় বলে জানিয়েছেন। এই বিষয়ে তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লকের সহ-সভাপতি আব্দুল সাত্তার বলেন, "কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হওয়ায় আমরা এই বিজয় মিছিলের আয়োজন করেছি। এটি আমাদের সমর্থক ও কর্মীদের জন্য একটি উৎসবমুখর মুহূর্ত।"
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊