Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশিত হল মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফল, প্রথম তিনে কারা?

প্রকাশিত হল মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফল, প্রথম তিনে কারা? 

Wbbme result


প্রকাশিত হল মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফল। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন। সাংবাদিক বৈঠক করে পর্ষদের তরফে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল ঘোষণা করেছেন।

পরীক্ষা শেষের প্রায় ৪০ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হল। তিনটি বিভাগ (মাদ্রাসা, আলিম ও ফাজিল) মিলিয়ে প্রথম দশে স্থান অধিকার করেছে ৩৭ জন। এর মধ্যে হাই মাদ্রাসায় ১৫ জন, আলিমে ১০ জন, ফাজিলে ১২জন। ৩৭ জনের তালিকায় ছাত্রী রয়েছে ১৬ জন এবং ছাত্রের সংখ্যা ২১জন।

মোট পরীক্ষার্থী হাই মাদ্রাসায় ৪৪ হাজার ৭৩ জন। পাশ করেছে ৩৯ হাজার ৮০৬ জন (পাশের হার ৯০.৩২ শতাংশ)। হাই মাদ্রাসায় চলতি বছর যুগ্ম প্রথম হয়েছে মালদহের ফাহমিদা ইয়াসমিন ও শাহিদা পারভিন। তাদের প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় হয়েছে মালদহের শ্যামসুন নেহার। তার প্রাপ্ত নম্বর ৭৭৬। তৃতীয় হয়েছে মালদহ থেকে আলিফনুর খাতুন। তার প্রাপ্ত নম্বর ৭৭২।

আলিমে প্রথম দশে রয়েছে ১০ জন। প্রথম হয়েছে মহম্মদ সৈয়দ আলম মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৮৭৩। দ্বিতীয় স্থানে রয়েছে ৮৭০ নম্বর পেয়ে মাসুম বিল্লা গাজ়ি। তৃতীয় হয়েছে মহম্মদ ওমার ফারুক মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৮৫৩।

এদিকে ফাজিলে প্রথম হয়েছে ইয়ামিন শেখ। তার প্রাপ্ত নম্বর ৫৬২। দ্বিতীয় স্থানে রয়েছে রাইহান হোসেন ও বাকিবিল্লা গায়েন। তাদের প্রাপ্ত নম্বর ৫৫৯। তৃতীয় হয়েছে আব্দুল হালিম, তার প্রাপ্ত নম্বর ৫৫৮। প্রথম দশে রয়েছে ১২ জন।

২০৬টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। তিনটি বিভাগ মিলিয়ে এ বছর প্রায় ৬০ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে ছাত্রের সংখ্যা ২৪ হাজার ৩৫৩, ছাত্রীর সংখ্যা ৩৬ হাজার ২১। ১০ই ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চ হয়েছিল পরীক্ষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code