পুলিশের ‘তোলাবাজি’র ভিডিও ভাইরাল! চাপে সিভিক ও অফিসার

Viral Video


গাড়িতে বসে থানার অফিসার আর রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন সিভিক ভলেন্টিয়ার। তারা নাকি ডিউটি করছেন! না তারা ডিউটি করছেন না লরি থেকে ছুড়ে দেওয়ার টাকা সংগ্রহ করার দায়িত্ব সামলাচ্ছেন। ঘটনা যশোর রোড থেকে দক্ষিণেশ্বরগামী বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ের। তবে এমন ছবি প্রায়শই দেখা গেলেও এবারে বিপাকে পড়েছেন বরানগর থানার এএসআই এবং একজন সিভিক ভলেন্টিয়ার।

অভিযোগ পুলকেশ পাত্র নামে বরানগর থানার ওই এএসআই এর নির্দেশে রাস্তায় দাঁড়িয়ে মালবাহী গাড়ি থেকে টাকা তুলছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। আর তা দেখেই গাড়ি থামিয়ে তোলাবাজির প্রতিবাদ করেন একজন। তাঁর চাপে পড়ে ভুল স্বীকার করে কান ধরে উঠবস করতে দেখা যায় ওই সিভিক ভলেন্টিয়ারকে।

গাড়িতে বসে থাকা ওই এএসআই মহিলার হুমকির জেরে গাড়ির বাইরে বেরিয়ে আসেন। প্রথমে সিভিক ভলেন্টিয়ার এর উপরে দোষ চাপানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভুল স্বীকার করেন ওই পুলিশ আধিকারিক। যদিও ভিডিওর সত্যতা পরীক্ষা করেনি সংবাদ একলব্য।

ভিডিয়ো ভাইরাল হতেই নড়ে চড়ে বসে ব্যারাকপুর কমিশনারেট। যার জেরেই ক্লোজ করা হয় ‘অভিযুক্ত’ দু’জনকে। পুলিশ সূত্রে খবর, ‘অভিযুক্ত’দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। অভিযুক্ত এসআইয়ের নাম পুলকেশ পাত্র।