Latest News

6/recent/ticker-posts

Ad Code

নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের!

নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের!

Tmc


নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের! নদীয়ার কালীগঞ্জে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আর তারপরেই রাজনৈতিক দলগুলি নড়েচড়ে বসেছে। উপনির্বাচন নিয়ে কালীগঞ্জ জুড়ে ব্যস্ততা তুঙ্গে। প্রার্থী ঘোষনা করে দিল রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে। ৩৮ বছর বয়সি আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নাসিরুদ্দিন। কিন্তু ফেব্রুয়ারি মাসে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। আর সেই আসনেই এবার বিধায়ক হতে লড়বেন তাঁর ৩৮ বছর বয়সী কন্যা আলিফা।

তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে জয়প্রকাশ মজুমদার জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রয়াত বিধায়কের কন্যা আলিফাকে উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে নাসিরউদ্দিন প্রায় ৪৭ হাজার ভোটে জিতেছিলেন। এ বারের উপনির্বাচনেও রেকর্ড ব্যবধানে দল জিতবে বলে প্রত্যয়ী তৃণমূল।

বাবার হাত ধরেই রাজনীতিতে পদার্পন আলিফার। কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী আলিফা স্নাতক । বর্তমানে বিবাহিত। নদিয়া জেলায় নাসিরউদ্দিনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে থেকেছেন তিনি। এ বার সেই আলিফাকে উপনির্বাচনের প্রার্থী করল তৃণমূল। আগামি ১৯শে জুন আলিফার পরীক্ষা। পরীক্ষার ফল বেরোবে ২১শে জুন। শেষমেষ কি বিধায়ক কন্যার ওপর ভরসা রাখবে মানুষ? সেদিকেই তাকিয়ে সকলেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code