বিশ্ব শান্তির বার্তা নিয়ে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের সৎসঙ্গ, উপচে পড়া ভক্তদের ভিড়

Sri Sri Anukulchandra Thakur's Satsang with the message of world peace, overflowing crowd of devotees


জলপাইগুড়ি, ২১ মে:

বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে জলপাইগুড়ি জেলায় অনুষ্ঠিত হল মহা-সৎসঙ্গ অনুষ্ঠান। শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের ভক্তদের উদ্যোগে জেলার আটটি গ্যালারিতে একযোগে এই সৎসঙ্গের আয়োজন করা হয়।

এই মহা আয়োজনে অংশ নিতে আলিপুরদুয়ার, কুচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন। সকাল থেকেই উপচে পড়া ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গ্যালারিগুলি।

অনুষ্ঠানে আধুনিক কীর্তনের মাধ্যমে ঠাকুরের বাণী ও আদর্শ প্রচার করা হয়। পাশাপাশি, বিভিন্ন ধর্মীয় আলোচনা, ভক্তিগীতি এবং ভাবাবেগপূর্ণ পরিবেশে মুখরিত ছিল অনুষ্ঠান চত্বর।

সৎসঙ্গে উপস্থিত একাধিক ভক্ত জানিয়েছেন, “এখানে এসে যেন এক নতুন শক্তি পাই। ঠাকুরের বাণী আমাদের জীবনের পথ দেখায়।”