রাস্তার বেহাল অবস্থা 'দিদিকে বলো'তে ফোন করেও মেলেনি সুরহা, BDO-র দ্বারস্থ এলাকাবাসী 

Road poor condition


রাস্তার অবস্থা বেহাল, 'দিদিকে বলো'তে ফোন করেও মেলেনি সুরহা , অবশেষে বিডিও দারস্থ এলাকাবাসী। আজ কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৭/১৪২ নং বুথের ৫ নং সংসদের বাসিন্দাদের পক্ষ থেকে দিনহাটা ২নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে রাস্তা সংস্কারের জন্য আবেদন জানানো হয়।

প্রায় ১ কিমি রাস্তা দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গ্রামবাসীর দাবি কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা বেহাল হয়ে পড়েছে। রাস্তার মাঝখানে গর্তের সৃষ্টি হয়েছে। ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে নিত্য যাত্রীদের চলচলের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যাম্বুলেন্স যাওয়া আসা করতে পারে না। দিদিকে বলো

ফোন নাম্বার ফোন করে আশ্বাস পেলেও আদৌও তা কার্যকর করা হয়নি। এই অবস্থায় রাস্তা সংস্কার করা জরুরি বলেই সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে রাস্তা সংস্কারের জন্য আবেদন জানানো হয়।