শশ্মান থেকে সৎকার করে ফেরার পথে রহস্যময় ভাবে রাস্তায় পড়ে অচৈতন্য ব্যক্তি, চাঞ্চল্য নিগমনগরে 



ভয়াবহ ঘটনা দিনহাটার নিগমনগরে। শশ্মান থেকে সৎকার করে ফিরছিলেন হল না আর বাড়ি ফেরা। নিগমনগর স্কুলের সামনে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা গেল এক ব্যক্তিকে। ঘটনার জানাজানি হতেই চাঞ্চল্য এলাকাজুড়ে। স্থানীয় উপস্থিত জনতার চোখে পড়ার পর অচৈতন্য অবস্থায় দেখে খবর দেওয়া হয় দমকল বিভাগের ও পুলিশে। ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ কর্মীরা।

জানা যাচ্ছে শশ্মান থেকে কোনো আত্মীয়র সৎকার করে ফিরছিলেন মঙ্গল ভৌমিক নামের বছর ৪৮-এর এক ব্যক্তি। কিন্তু রাস্তায় কখন কিভাবে পড়ে গেছেন সে বিষয়ে স্পষ্ট কেউ কিছুই বলতে পারেননি। প্রাথমিকভাবে উপস্থিত সকলের অনুমান সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর ঘাতক পালিয়েও গিয়েছে। তবে তা কারোর নজরে পড়েনি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আদতে দুর্ঘটনা নাকি অন্য কিছু তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

এলাকার স্থানীয় এক ব্যক্তি জানান, স্থানীয়রা পড়ে থাকতে দেখে দমকলে ফোন করার জন্য তাঁকে কল করে। সেই মতোই পথ দুর্ঘটনার কথায় দমকলে ফোন করেন তিনি। পরবর্তীতে ঘটনাস্থলে আসেন তিনি। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করছে। এখনোও ঘটনায় কোনো আভাস দেননি পুলিশ বলেই জানান তিনি। তবে উপস্থিত সকলের অনুমান মঙ্গল ভৌমিক নামের ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তবে পূর্ণাঙ্গ কোনো কিছু জানা যায়নি নিশ্চিতভাবে।


ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। তবে পথ দুর্ঘটনার একটা গুঞ্জন চললেও শেষমেষ পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।