Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতায় তিতিবিরক্ত মানুষ' আলিপুরদুয়ারের সভার আগে তৃণমূলকে আক্রমণ মোদির

"তৃণমূলের দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতায় তিতিবিরক্ত মানুষ" আলিপুরদুয়ারের সভার আগে তৃণমূলকে আক্রমণ মোদির

Modi


বৃহস্পতিবার আলিপুরদুয়ারে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে জোর প্রস্তুতি আলিপুরদুয়ারে। পাকিস্তানের বিরুদ্ধে Operation Sindoor অভিযান চালানোর পর প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদী। জোর তৎপরতা রাজ্য বিজেপির অন্দরে আর সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে আক্রমণ মোদির। রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক অদক্ষতা নিয়ে মানুষ বিরক্ত বলে মন্তব্য করলেন তিনি।

বুধবার সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, 'পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেতে পারা সবসময়ই আনন্দের। আগামী কাল, ২৯ মে আলিপুরদুয়ার ও কোচবিহারের কর্মসূচিতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের ভিত্তিস্থাপন রয়েছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন, পরিবেশের উন্নতি হবে এবং কর্মসংস্থান হবে'।

মোদি আরও লেখেন, 'আগামী কাল বিকেলে আলিপুরদুয়ারে বিজেপি-র জনসভায় বক্তৃতা করব আমি। গত এক দশকে NDA সরকারের একাধিক প্রকল্পে উপকৃত হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। একই সঙ্গে, তৃণমূলের দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতায় তিতিবিরক্ত তাঁরা'।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code