গুরুতর অভিযোগ তুলে ভারতে আয়োজিত Miss World থেকে সড়ে দাঁড়ালেন Miss England 24 জয়ী মিলা
ভারতে আয়োজিত Miss World 2025 প্রতিযোগিতাকে ঘিরে বিতর্ক। প্রতিযোগিতার মাঝ পথে পড়ে দাঁড়ালেন Miss England 2024-এর বিজয়ী মিলা মগী কার্যত ভারত ছেড়ে পালিয়ে গেলেন। ৭৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রতিযোগী Miss World সৌন্দর্য প্রতিযোগিতা থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন। তুললেন মারাত্মক অভিযোগও।
প্রথমে স্বেচ্ছায় পড়ে দাঁড়ানোর কথা জানা গেলেও পরে আয়োজক সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন মিলা। সৌন্দর্য প্রতিযোগিতার আড়ালে আসলে প্রতিযোগীদের শোষণ করার দাবি তুলেছেন তিনি। "আমার মূল্যবোধে ধাক্কা লাগছিল। নিজেকে যেন যৌনকর্মী বলে মনে হচ্ছিল।" বিস্ফোরক দাবি মিস ইংল্যান্ডের।
ম্যাগির দাবি, বিশ্বসুন্দরী প্রতিযোগীদের সকাল থেকে নাকি নানা ধরনের পোশাক, সেই সঙ্গে মানানসই মেকআপ করতে হয়। আর সেভাবে কার্যত উপস্থিত পুরুষদের মনোরঞ্জন করতে হয়। যা মোটেও ভালো লাগেনি তাঁর।
মিলা ম্যাগি পেশায় একজন লাইফগার্ড। ২০২৪ সালে 'মিস ইংল্যান্ড' হয়েছেন তিনি। তারপর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যোগদান করেছিলেন ম্যাগি মিলা।
গত ১০ মে, হায়দরবাদে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা শুরু হয়। শেষ হবে আগামী ৩১ মে। তারই মাঝে প্রতিযোগিতা থেকে অব্যাহতি মিলা ম্যাগির।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊