Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ! তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার ভারতীয় ইউটিউবার জ্যোতি

পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ! তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার ভারতীয় ইউটিউবার

Jyoti


সমাজমাধ্যম প্রভাবী তথা ইউটিউবার জ্যোতি মালহোত্রা, যার বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ। আর সেই অভিযোগেই গ্রেফতার হলেন তিনি। হরিয়ানার বাসিন্দা জ্যোতি মূলত ট্রাভেল ব্লগ করেন। চলতি সপ্তাহেই নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশকে অবাঞ্ছিত বলে ঘোষনা করে ভারত। আর সেই দানিশের সঙ্গেই পরিচয় ছিল ইউটিউবারের। অভিযোগ, দানিশের মাধ্যমেই পাক গুপ্তচর সংস্থার একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল জ্যোতির।

গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশ জ্যোতি-সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। তদন্তে উঠে এসেছে, জ্যোতি ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন। সেসময় দানিশের সঙ্গেই তার পরিচয় ছিল। তদন্তকারীদের সন্দেহ, ভারতের বিভিন্ন স্থানের সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন তিনি। হোয়াটস্অ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে তিনি পাকিস্তানি চরেদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকি তাঁদের মোবাইল নম্বর অন্য নামেও সেভ করতেন ও তথ্য পাচার করতেন বলে সন্দেহ।

সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুসারে, এক পাকিস্তানি চরের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠতা’ তৈরি হয়েছিল বলেও তদন্তকারী দল সূত্রে খবর। জ্যোতি যখন বালি এবং ইন্দোনেশিয়া ঘুরতে গিয়েছিলেন, সেই সময়ে তাঁর সঙ্গে এক পাকিস্তানি চর ছিলেন বলে সন্দেহ তদন্তকারীদের।

জ্যোতি মালহোত্রা একটি ইউটিউব চ্যানেল চালান, নাম ট্রাভেল ইউথ জো(Travel with Jo)। জ্যোতির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ থাকার বিষয়টি সে লিখিতভাবে জানিয়েছে। তার বিরুদ্ধে হওয়া মামলাগুলি ইকোনমিক অফেন্স উইংয়ে হস্তান্তর করা হয়েছে।

এই মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন পাঞ্জাবের মালেরকোটলার ইয়ামিন মোহাম্মদ, হরিয়ানার কৈথালের দেবিন্দর সিং ধিলন, ইনি এক শিখ ছাত্রনেতা ও হরিয়ানার নুহের আরমান। এরা প্রত্যেকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এবং দেশের গোপন তথ্য পাকিস্তানে পাচার করতেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code