IPL: ভেস্তে গেল KKR-RCB ম্যাচ, প্লে অফের দৌঁড় থেকে ছিটকে গেল KKR, কোথায় দাঁড়িয়ে RCB?
ভারত-পাকিস্তান সংঘর্ষ আবহে স্থগিত হওয়া আইপিএলের দ্বিতীয় পর্ব আরম্ভের শুরুতেই চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গল। কিন্তু সেই ম্যাচে মাঠেই নামতে পারলেন না দুই দলের খেলোয়াড়রা। আবহাওয়ার কারণে ভেস্তে গেল ম্যাচ। বৃষ্টির পরিত্যাক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলেও প্লে অফের দৌড়ে আর টিকতে পারলো না রাহানেরা।
এদিন ম্যাচ ভেস্তে যাওয়ায় ১৩ ম্যাচে ১২ পয়েন্ট কলকাতার। অন্যদিকে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট আরসিবির। আবহবিদদের পূর্বাভাস মতোই শনিবার সকাল থেকে বেঙ্গালুরুর আকাশ ছিল মেঘলা। দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়। নাগাড়ে বৃষ্টি চলতে থাকায় নির্ধারিত সময় টস করাও সম্ভব হয়নি। রাত নয়টায় একবার ম্যাচ শুরুর প্রক্রিয়া আরম্ভ হলেও শুরু না হতেই ফের বৃষ্টি। শেষমেষ রাত ১০টা ২০-এ পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।
আইপিএলের লড়াইয়ে টিকে থাকতে হলে শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততেই হত কেকেআরকে। লিগ পর্বের শেষ ম্যাচ জিততে হত সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গেও। পাশাপাশি অন্যান্য ম্যাচের ফলের দিকেও তাঁকিয়ে থাকতে হতো কেকেআরকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊