‘কাশ্মীর নিয়ে কারও মধ্যস্থতা চাই না, PoK ফেরানোই লক্ষ্য’, ট্রাম্পকে জানালো ভারত!  

Kashmir Issue


যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা মধ্যস্থতা করলেও, কাশ্মীর নিয়ে তৃতীয়পক্ষের হস্তক্ষেপ মানবে না ভারত, তা স্পষ্ট করে দিল কেন্দ্র। শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ভারত ও পাকিস্তান দুই দেশেই যুদ্ধ বিরতিতে সম্মত হয়। এরপর রবিবার ট্রাম্প কাশ্মীর নিয়েও ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন। পাকিস্তানের শেহবাজ শরিফ সরকার সেই প্রস্তাবকে স্বাগত জানালে উদ্বেগ ধরা পড়ে সব মহলে।

ট্রাম্পের কাশ্মীর নিয়েও ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব আর তাতে পাকিস্তানের স্বাগতর পরেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি এবার কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হতে চলেছে? এতদিন ধরে কাশ্মীর-সমস্যায় তৃতীয় পক্ষ যেখানে হস্তক্ষেপের সুযোগ পায়নি, সাম্প্রতিক ঘটনাবলীর জেরে কি তাহলে এবার তৃতীয় পক্ষ ঢুকে পড়বে?

রবিবার ভারতের তরফে কাশ্মীর নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দেওয়া হয়। দিল্লি সূত্রে খবর, ভারত সাফ জানিয়ে দিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর ফেরানোই ভারতের লক্ষ্য। সন্ত্রাস নির্মূলে কথা বলতে আগ্রহী আছে ভারত কিন্তু অন্য কোনো বিষয়ে নয়। কাশ্মীর নিয়ে কারও মধ্যস্থতা চায় না ভারত। এ ব্যাপারে কারও মধ্যস্থতার প্রয়োজন নেই।

এতদিন কাশ্মীর-সমস্যা ভারত-পাকিস্তানের মধ্যেই সীমিত ছিল, বাইরে থেকে তৃতীয়পক্ষকে কোন হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি। সেই অবস্থান পাল্টে যাবে কি না, প্রশ্ন উঠতে শুরু করে, উদ্বেগও প্রকাশ করেন অনেকে। তবে ভারত যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায়না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে বলে খবর।