মাদ্রাসা বোর্ডে জেলায় নজরকাড়া সাফল্য, দুই কৃতি ছাত্রছাত্রীকে বাড়িতে গিয়ে সংবর্ধনা দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের

Dinhata tmc


চলতি বছরের মাদ্রাসা বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় কোচবিহার জেলায় প্রথম হয়েছে মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার ছাত্র সোহেল রানা। একই মাদ্রাসার ছাত্রী ময়ূরী খাতুন জেলার মধ্যে মেয়েদের মধ্যে প্রথম ও সামগ্রিকভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে রবিবার তাঁদের নিজ নিজ বাড়িতে গিয়ে সংবর্ধনা জানাল দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস।

সোহেল রানার উচ্চশিক্ষা নিশ্চিত করতে ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আজিজার রহমান তাঁর ব্যক্তিগত উদ্যোগে ছেলেটির থাকা-খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর কথায়, "সোহেল শুধু মাদ্রাসার নয়, গোটা জেলার গর্ব। তার ভবিষ্যৎ গড়ে তোলার পথে আমি ব্যক্তিগতভাবে পাশে থাকব।"

ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য জানান, “উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নির্দেশে এই দুই কৃতি ছাত্রছাত্রীর সঙ্গে দেখা করে তাঁদের সম্মান জানানো হয়েছে। শিগগিরই তাঁদের মন্ত্রীর কাছেও নিয়ে যাওয়া হবে, এবং ভবিষ্যতে তাঁদের পড়াশোনায় যাতে কোনও প্রতিবন্ধকতা না আসে, সে বিষয়ে দল নজর রাখবে।”

এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরা ছাড়া নায়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশচন্দ্র বর্মন, গোবরা নায়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনসার আলী সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব।

দুজন ছাত্রছাত্রীর এই কৃতিত্বে গর্বিত তাঁদের বিদ্যালয়, পরিবার এবং এলাকার মানুষ। ভবিষ্যতে তাঁদের সাফল্য আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন অনেকেই।