তারাপীঠে মহা সমারোহে পালিত হল ফলহারিণী অমাবস্যা
২৬ মে, ২০২৫: তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান তারাপীঠে মহা সমারোহে পালিত হল ফলহারিণী অমাবস্যা। প্রতি বছরের ন্যায় এ বছরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত, সাধু-সন্ন্যাসীর সমাগম ঘটেছিল তারাপীঠ মহাশ্মশান ও সংলগ্ন এলাকায়।
কথিত আছে, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে স্বয়ং মা তারাকে ফল নিবেদন করে পুজো করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের সকল বাধা দূর হয়। এই বিশ্বাসকে কেন্দ্র করেই ভোর রাত থেকে ভক্তরা ভিড় জমিয়েছিলেন মন্দিরে। মায়ের বিশেষ পুজো ও আরাধনা দেখতে এবং প্রসাদ গ্রহণ করতে দীর্ঘ লাইনে অপেক্ষা করেন সকলে।
মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলহারিণী অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ মূর্তিতে ফল ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। এছাড়াও সারাদিন ধরে চলে নানা ধরনের যাগযজ্ঞ ও হোম। তারাপীঠ শ্মশানে সাধু-সন্ন্যাসীরা গভীর রাত পর্যন্ত তন্ত্র সাধনায় মগ্ন থাকেন। ভক্তরা মায়ের কাছে নিজেদের জীবনের সকল বাধা দূর করার জন্য প্রার্থনা জানান।
প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে এই মহোৎসব সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊