Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রায় চার কোটি টাকা ব্যয়ে সুটকা বাড়ি সবজি বাজার সহ সুটকা বাড়ি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা

প্রায় চার কোটি টাকা ব্যয়ে সুটকা বাড়ি সবজি বাজার সহ সুটকা বাড়ি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা 

Cob news


কোচবিহার :- 

প্রায় চার কোটি টাকা ব্যয়ে সুটকা বাড়ি সবজি বাজার সহ সুটকা বাড়ি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা হলো শনিবার।


উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের শুটকাবাড়ি অঞ্চলের মার্কাস মসজিদের বিশ্রাম ঘর , শৌচালয় নির্মাণ , শুটকাবাড়ি সবজি বাজার , ড্রেন সহ মার্কেট কমপ্লেক্স এবং মাছ বাজার নির্মাণ কাজের সূচনা হলো শনিবার।

এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার এর সাংসদ জগদীশচন্দ্র বড়মা সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের কাজের শুভ সূচনা করে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন শুনবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code