DA Case: '২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%' নির্দেশ সুপ্রিমকোর্টের

DA case


রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় ২৭ জুনের মধ্যে বকেয়া ২৫ শতাংশ ডিএ রাজ্যকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। শুক্রবার ডিএ মামলায় আদালত জানায়, শুনানির দিন থেকে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্যকে কর্মীদের দিয়ে দিতে হবে‌।

দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%। ২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%। বকেয়া DA-র জন্য সরকারি কর্মীদের অন্ততকাল অপেক্ষায় রাখা যাবে না।

বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের ৩ পাতার অন্তর্বতী নির্দেশে বলা হয়েছে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মচারীদের DA পাওয়ার অধিকার মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল।

এই মামলার পরবর্তী শুনানি ৪ই আগস্ট জানিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা DA পান ৫৫% হারে। গত বিধানসভা বাজেটে ৪% বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত DA পান ১৮% হারে।