বাংলাদেশ থেকে মুক্ত হতেই কৃষকের বাড়ির পথে বিজেপি, 'এতদিন কোথায় ছিলেন?' বিক্ষোভ স্থানীয়দের
দীর্ঘ ২৯ দিন পর ভারত সরকারের চাপে পড়ে বাংলাদেশ বাধ্য হয় কোচবিহার জেলার শীতলকুচির বাংলাদেশ দুষ্কৃতীদের দ্বারা অবহিত কৃষক উকিল বর্মনকে ছাড়তে। সমস্ত রকম আইনি জটিলতা কাটিয়ে উকিল বর্মনকে বিএসএফের সহায়তায় পরিবারে তুলে দেওয়া হয়। বুধবার রাতেই তৃণমূল কংগ্রেসের তরফে পরিবারের সঙ্গে দেখা করা হয়।
এদিকে বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপির মুখ্য সচেতন তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক সংকর ঘোষ, ফালাকাটা বিধায়ক দীপক বর্মন, সহ মালতি রাভা ও আরো অনেকেই উকিল বর্মনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া দেখেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি বিধায়কদের গো ব্যাক স্লোগান তোলে।
যুব তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় সাধারণ মানুষের পক্ষ থেকেই এই স্লোগান তোলা হয় বলে অভিযোগ। ঘটনাস্থল চরম উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠলে শীতলকুচি থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিধায়কদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার রাস্তা করে দেয়। বউবাজার মোড় সংলগ্ন এলাকা থেকে এই গো ব্যাংক স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊