Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিপুল মাত্রায় গরু আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ

বিপুল মাত্রায় গরু আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ

cow detained


বিপুল মাত্রায় গরু আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য কোচবিহার জেলায় রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত যেখানে বারংবার গরু পাচারের অভিযোগ উঠে এসেছে। যেখানে দেখা গিয়েছে ভারতের সেনাবাহিনী বিএসএফ জওয়ানরা বারংবার পাচারকারীদের আটক করেছে। তবে এবার অন্য চিত্র দেখা দিল কোচবিহার শহরের । কোচবিহার শহরের ১৫ নং ওয়ার্ডের নিরঞ্জন ঘাট এলাকা থেকে বিপুল মাত্রায় গরু আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

সেদিন দেখা যায় কোচবিহার শহরের নিরঞ্জন ঘাট এলাকা থেকে মোট চার গাড়ি গরু আটক করে পুলিশ।

এ বিষয়ে গরু নিয়ে যাওয়া গাড়ি চালকরা জানান এই গরুগুলি তারা কোচবিহারের দক্ষিণ বিধানসভার সুটকা বাড়ি এবং কদম তলা এলাকায় নিয়ে যাচ্ছিল। হঠাৎই তাদের পুলিশ আটক করে তাদের কাছে এই গরুগুলির কাগজ পত্র রয়েছে। তবে কি কারনে তাদের আটক করল পুলিশ তা নিয়ে তারা কিছুই জানেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code