বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষনা অস্ট্রেলিয়ার 

Australia



গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া। এ বারে আবার ফাইনাল খেলছে তারা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে অধিনায়ক রয়েছেন কামিন্স। দলে রয়েছে হেড থেকে হ্যাজেল উড।

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জস হেজলউড, ট্রেভিস হেড, জস ইংলিস, উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেমা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং বেউ ওয়েবস্টার। রিজার্ভ: ব্রেন্ডন ডগেট।

১১ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই কারণে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বেশ কিছু ক্রিকেটারকে আইপিএলে বাকি অংশে পাওয়া যাবে কিনা তার নিয়ে সংশয় তৈরি হয়েছে।