Latest News

6/recent/ticker-posts

Ad Code

Abhishek Banerjee ‘জাপানে জীর্ণ রাসবিহারী বসুর সমাধি’, জন্মদিনে সংস্কারের আর্জিতে সরব অভিষেক

Abhishek Banerjee‘জাপানে জীর্ণ রাসবিহারী বসুর সমাধি’, জন্মদিনে সংস্কারের আর্জিতে সরব অভিষেক 

Abhishek Banerjee


রবিবারই রাসবিহারী বসুর জন্মদিন। বীর স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধি সংস্কারে বিষয়টি আরও একবার তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, “বাংলার বীর সন্তান, যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই রাসবিহারী বসুকে জন্মদিনে শ্রদ্ধা জানাই। দূরদৃষ্টিসম্পন্ন দেশপ্রেমিক ভারত ও জাপানের মধ্যে সেতুবন্ধনীর কাজটা করেছেন।”

অভিষেক বলেন, “তামা সমাধিস্থলে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছি আমি। আমার জন্য ওই মুহূর্তটা ভীষণ আবেগের এবং একই সঙ্গে উদ্বেগের। ওঁর সমাধিস্থল জরাজীর্ণ অবস্থায় পড়ে। ভারতের বীর সন্তানের প্রতি এটা ঘোরতর অন্যায়।”

ইতিমধ্যেই বিষয়টি জাপানের ভারতীয় দূতাবাসের নজরে এনেছেন অভিষেক বলেই জানান। জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জকেও বিষয়টি জানিয়েছেন। অভিষেকের আর্জি, ওই সমাধির সংস্কার করে বাংলার বীর সম্মানকে যথাযথ সম্মান দেওয়া হোক।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে পাঁচ দেশের সফরে অভিষেক সহ সাংসদদের একটি টিম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code