যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বার্তা দিলো West Bengal Junior Doctors' Front

West Bengal Junior Doctors' Front


ইতিমধ্যে কমিশন যতক্ষণ পর্যন্ত যোগ্যদের তালিকা প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত SSC অফিস ঘেরাও এর ডাক দিয়েছে সদ্য চাকরিহারা শিক্ষকরা। এবার এই শিক্ষকদের পাশে দাড়ানোর বার্তা দিলো West Bengal Junior Doctors' Front ।


আজ স্যোসাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তারা জানিয়েছে, "আপনারা অনেকেই হয়তো সংবাদ মাধ্যম থেকে ইতিমধ্যে জানেন, যে আজ ২১শে এপ্রিল সন্ধ্যে ছ'টার মধ্যে SSC ভবন থেকে (শিক্ষামন্ত্রীর সাথে শেষ বৈঠক এর প্রতিশ্রুতি হিসেবে) চাকরিহারা শিক্ষক শিক্ষিকা দের হাতে শেষ অবধি যোগ্য ও অযোগ্য এই ভিত্তিতে তালিকা আলাদা করে দেওয়া হবে এই ঘোষণা করা হয়েছিল।


কিন্তু এখনও অবধি কোনো রকম তালিকা দেওয়া হয়নি। বরং প্রতিনিধিদের সাথে দীর্ঘ বৈঠকের পর SSC আধিকারিকরা জানান যে, তারা প্রথম কয়েকটি কাউন্সেলিং কে 'যোগ্য' ধরে নিয়ে, বাকি কাউন্সেলিং এর শিক্ষক শিক্ষিকা দের 'অযোগ্য ' বলে তালিকা দেবেন।


স্বভাবতই এই অন্যায় দাবি চাকরিহারা যোগ্য ও বঞ্চিত শিক্ষক শিক্ষিকা রা মেনে নেন নি। তারা এস এস সি ভবনের বাইরে অবস্থান বিক্ষোভে বসছেন যতক্ষণ না সঠিক ভাবে OMR মিরর ইমেজ অনুযায়ী যোগ্য অযোগ্য তালিকা তারা হাতে পাচ্ছেন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে।


আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সর্বতোভাবে ন্যায়বিচারের এই ন্যায্য আন্দোলনে সংহতি জানাই। সমাজের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে তাদের এ লড়াই এর পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
আমরা মনে করি উদ্ভুত পরিস্থিতির দায় প্রশাসন কে নিতে হবে, শিক্ষামন্ত্রী কে নিতে হবে, অপদার্থ SSC দপ্তর কে নিতে হবে, সর্বোপরি রাজ্য সরকারকে নিতে হবে। অবিলম্বে যথাযথ, স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে, সাথে OMR এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে।


পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে ফেলার চক্রান্ত চলছে বহুদিন ধরেই।একের পর এক স্কুল বন্ধ হয়ে চলেছে। সেই পরিসংখ্যান দেখলে রীতিমতো চমকাতে হয়। পাহাড়প্রমাণ দুর্নীতি আর সরকারি স্কুলশিক্ষাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার এই চক্রান্তের বিরুদ্ধে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বার্তা ছড়িয়ে দিন প্রতিটি প্রান্তে।"