অবশেষে তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত SSC অফিস ঘেরাও এর সিদ্ধান্ত চাকরিহারাদের

Jobless people decide to surround SSC office until the list is finally published



সন্ধ্যা ৬ টা পেরিয়ে গেছে, তবু যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারলো না স্কুল সার্ভিস কমিশন। সকাল থেকেই কমিশন অফিসে ভীর জমতে শুরু করে চাকরিহারাদের। আজ রাত্রি ৮ টা নাগাদ জানানো হয় তালিকা তৈরি করতে আরও দুই-একদিন সময় লাগবে। এই কথা শোনার পরই SSC অফিস ঘেরাও চাকরিহারাদের ।


চাকরিহারাদের প্রতিনিধিদের জানানো হয়েছে বলে দাবী করে তারা জানায়, স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানিয়েছে, আজ মাত্র তিনটি কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হবে। এই খবর প্রকাশ্যে আসতেই এসএসসি ভবনের সামনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।


তাঁদের দাবি, সমস্ত তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত চলবে অবস্থান। চাকরিহারাদের সঙ্গে পুলিশ কর্মীদের ধ্বস্তাধ্বস্তি বেঁধে যায়। মোকাবিলায় অতিরিক্ত পুলিশ বাহিনীও আনা হয়েছে।


প্রসঙ্গত, শীর্ষ আদালতের রায়ে আচমকা চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক। যোগ্য-অযোগ্য কারা, সেই সংক্রান্ত পৃথক তালিকা প্রকাশের দাবি ছিল চাকরিহারাদের। গত সপ্তাহে এসএসসি দপ্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে কমিশনার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। আশ্বাস মেলে, ২১ এপ্রিল যোগ্য-অযোগ্যর পৃথক তালিকা প্রকাশের সম্ভাবনা।


চাকরিহারাদের মতে, কমিশন জানিয়েছিলো আজ সন্ধে ছ’টার মধ্যে এই তালিকা আপলোড করা হবে। কিন্তু ঘড়ির কাটা সন্ধ্যে ৬ টা অতিক্রম করলেও সেই তালিকা প্রকাশিত হয়নি। এদিকে এসএসসির চেয়ারম্যানের সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আলোচনা করতে আচার্য ভবনের ভিতরে গিয়েছিলেন ১২ জন প্রতিনিধি।


প্রতিনিধিরা বাইরে বেড়িয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে জানান, কমিশন যোগ্যদের তালিকা প্রকাশ করতে চাইছে না, অযোগ্যদের টিকিয়ে রাখতেই এই চেষ্টা।


প্রতিনিধিরা তাই সিদ্ধান্ত নিয়েছেন, যে পর্যন্ত যোগ্যদের তালিকা কমিশন প্রকাশ করবে না, ততক্ষন SSC অফিস ঘেরাও করে রাখা হবে। তাদের একটাই দাবী, 'কমিশনের টালবাহানা মানছি না মানব না। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে।'