Latest News

6/recent/ticker-posts

Ad Code

একমাত্র ব্যাটার হিসেবে নয়া নজির গড়লেন কোহলি

একমাত্র ব্যাটার হিসেবে নয়া নজির গড়লেন কোহলি 

Kohli


আইপিএলে একের পর এক রেকর্ড। দু’টি ছক্কা ও একটি চারে দিল্লির বিরুদ্ধে ১৪ বলে ২২ রান করেছেন কোহলি। আর এদিন তিনি গড়লেন অনন্য এক রেকর্ড। আইপিএলে ১০০০ চার-ছক্কা হাঁকানোর নজির স্পর্শ করলেন কোহলি। তিনিই একমাত্র ব্যাটার যাঁর কোনও টি-টোয়েন্টি লিগে হাজারের বেশি চার-ছক্কা রয়েছে। আইপিএলে এখনও পর্যন্ত তাঁর চার-ছক্কার সংখ্যা ১০০১। এর মধ্যে ৭২১ টি চার ও ২৮০টি ছক্কা।

আইপিএলে ১৮ তম বছর কোহলির। আর এই ১৮ বছরে তিনি ২৫৬টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন কোহলি। তালিকায় কোহলির পরেই রয়েছেন শিখর ধাওয়ান। আইপিএলে ৯২০টি চার-ছক্কা মেরেছেন তিনি। তার মধ্যে ৭৬৮টি চার ও ১৫২টি ছক্কা। এ বার অবশ্য দল পাননি ধাওয়ান। তিন নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি মোট ৮৯৯টি চার-ছক্কা মেরেছেন। তার মধ্যে ৬৬৩টি চার ও ২৩৬টি ছক্কা। ওয়ার্নারও এ বার নিলামে দল পাননি।

কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলের শুরু থেকেই একই দলে খেলছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিন বার ফাইনালে উঠলেও এক বারও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code