ওকড়াবাড়ীতে সাইকেলকে ধাক্কা বাইকের, মৃত্যু সাইকেল আরোহীর 

Road Accident


সকাল সকাল পথ দুর্ঘটনা। দিনহাটার ওকড়াবাড়ীতে বাইক ও সাইকেল আরোহীর সংঘর্ষ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। শেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, দিনহাটা-ওকড়াবাড়ী রংপুর রোডে ওকড়াবাড়ী বাজারের ঠিক কিছুটা আগেই এই দুর্ঘটনায় সাইকেল আরোহী বাজার থেকে ফেরার সময় দ্রুতগতিতে আসা একটি বাইক সজোড়ে ধাক্কা মারে। বাইকের ধাক্কায় পাকা রাস্তায় পড়ে যায় সাইকেল আরোহী। গুরুতর আহত হয়, রক্তে ভিজে যায় রাস্তা। এরপরেই স্থানীয়রা ছুটে আসে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয় সাইকেল আরোহীকে।

জানা যায় এদিন সকালে গোকুণ্ডা এলাকার বাসিন্দা কৃষ্ণকান্ত বর্মন ওকরাবাড়ি বাজারে বাজার করতে সাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা দেন। বাজার সেরে ফেরার পথে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থলে আসে দিনহাটা থানার পুলিশ। সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। স্থানীয় মানুষেরা বাইকটিকে পুলিশের হাতে হস্তান্তর করে। ঘটনায় ব্যাপক শোরগোল। ইতিমধ্যে বাইক চালক পলাতক। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে।