কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে সিতাইয়ে বিক্ষোভ হিন্দু ঐক্য সমিতির

Sitai bazar


কাশ্মীরের পহেলগাঁও-এ সম্প্রতি জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এই হৃদয়বিদারক ঘটনার প্রতিবাদে রবিবার সিতাই বাজারে বিক্ষোভ মিছিল করল সিতাই বৃহত্তর হিন্দু ঐক্য সমিতি।

এদিন সকাল ১১টায় সিতাই বাজার থেকে শুরু হয়ে তামাক হাট পর্যন্ত পৌঁছায় এই প্রতিবাদ মিছিল। মিছিলে অংশ নেন সিতাই ব্লকের বহু সনাতনী ধর্মাবলম্বী মানুষ। মিছিলের শুরুর সারিতে ছিল "কাশ্মীরের সনাতনী হিন্দুদের উপর পরিকল্পিত জিহাদি আক্রমণের প্রতিবাদ" লিখিত ফ্লেক্স।

বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, "পাকিস্তান মুর্দাবাদ", "হিন্দু-হিন্দু ভাই ভাই", "রক্তে আগুন লেগেছে, সনাতনীরা জেগেছে" ইত্যাদি। সমগ্র এলাকা প্রতিবাদের আওয়াজে মুখরিত হয়ে ওঠে। এদিন, ভিড় নিয়ন্ত্রণ এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সিতাই থানার পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।