বিজয়ের সঙ্গেই সমুদ্রসৈকতে রশ্মিকা! প্রেমের সিলমোহর! 

Rashmika and Vijay
This Picture was made by AI Blend. 


রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন থেকেই তবে এবার পড়লো সিলমোহর! সদ্য মুক্তি পেয়েছে ‘সিকন্দর’। সলমানের নায়িকার ভূমিকায় পর্দায় রশ্মিকার ঝলক অসাধারণ। এদিকে জন্মদিন উদযাপনে ওমানে পাড়ি দিয়েছেন নায়িকা। জন্মদিন উদযাপনে কার সাথে ওমানে এনিয়ে প্রশ্ন ঘুরছিল অনুরাগীদের মনে আর সে জবাব নিজেই দিল বিজয়।
Rashmika


ওমানে গিয়ে সমুদ্র সৈকত থেকে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রশ্মিকা। পরনে কালো রঙের ট্যাংক টপ। প্রসাধনহীন রশ্মিকার মুখ ছুঁয়ে গিয়েছে সমুদ্র বেয়ে ওঠা সূর্যের আলো। তাঁর রুপে মুগ্ধ অনুরাগীরা।
Rashmika


কিন্তু কার সঙ্গে বেড়াতে গিয়ে তাঁর মুখে এমন লাবণ্য? তিনি আর কেউ নন। চর্চিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডা। একই সমুদ্রসৈকত থেকে কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনিও। তাঁর পরনে সাদা রঙের ঢিলেঢালা শার্ট ও প্যান্ট। মুখ ভর্তি দাড়ি। ছোট করে কাটা চুল।
Rashmika


জীবনের বিশেষ দিনটা প্রেমিকের সঙ্গেই কাটালেন রশ্মিকা। আর দুজনের ছবির খুঁটিনাটি খুঁজে এখন প্রশ্ন কবে বিয়ের পিঁড়িতে রশ্মিকা ও বিজয়?
Rashmika


রশ্মিকা এই মুহূর্তে সাফল্য উপভোগ করছেন। ‘পুষ্পা ২’, ‘ছাওয়া’, ‘সিকন্দর’ —প্রতিটি ছবিতেই নজর কেড়েছেন অভিনেত্রী। আগামী দিনেও তাঁর হাতে রয়েছে ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘থামা’, ‘কুবেরা’র মতো ছবি। অন্য দিকে বিজয়ের ছবি ‘কিংডম’ মুক্তি পাচ্ছে আগামী ৩০ মে।