এম. জে. এন হাসপাতালে রোগীকে ভুলিয়ে নিজেদের প্রাইভেট চেম্বারে পাঠানোর অভিযোগ

Allegations of sending a patient to their own private chamber at M. J. N. Hospital



এম. জে. এন হাসপাতালে ঘুঘুর বাসা ! রোগীকে ভুলিয়ে নিজেদের প্রাইভেট চেম্বারে পাঠানোর অভিযোগ উঠলো এবার।

রোগীকে ভুলিয়ে নিজের প্রাইভেট চেম্বারে পাঠানোর অভিযোগ উঠলো সরকারি হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে। কোচবিহার এম.জে.এন মেডিকেল কলেজ এবং হাসপাতালের দন্ত বহির্বিভাগের ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দিনহাটার বাসিন্দা তমিশ্রা ভূঁইয়া ।

তমিশ্রা ভূঁইয়া অভিযোগ করে বলেন , আমি বেশ কয়েকদিন ধরে কোচবিহার এম. জে.এন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে দন্ত বিভাগে চিকিৎসা করাতে আসছিলাম । আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল সমস্ত চিকিৎসা আমার এখানে হবে । কিন্তু , আজ হঠাৎ দন্ত বিভাগের ডাক্তার বাবু এবং ডাক্তার ম্যাডাম বাইরের চেম্বার থেকে দেখাতে বলেছে ।

এই অভিযোগ কোচবিহার এম.এস.ভি.পি সৌরদীপ রায়ের কাছে পৌঁছতেই ,এই অভিযোগের ভিত্তিতে একটি কমিটি গঠন করেন তিনি ।