সিতাইয়ে পুলিশের বড় সাফল্য, উদ্ধার ৩০৫ কেজি অবৈধ গাঁজা! গ্রেফতার ১

Police make big success in Sitai


গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সিতাই থানার পুলিশের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধ গাঁজা। শুক্রবার রাত ৯টা নাগাদ সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা অঞ্চলের বারোবাংলা ঘাট এলাকা থেকে ৩০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকেই হাতেনাতে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতেই গাঁজা লোডিংয়ের সময় আচমকা অভিযান চালায় সিতাই থানার পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র এবং সিতাই থানার আইসি দীপাঞ্জন দাস। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত রঞ্জিত বিশ্বাসকে, যিনি সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রার ৫৩৮ সিঙ্গিমারি গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সিতাইয়ের বারোবাংলা ঘাট এলাকা থেকে গাঁজা পাচারের প্রস্তুতি চলছিল। সেই সময়েই পুলিশ তৎপরতায় অভিযান চালিয়ে সমস্ত গাঁজা ও অভিযুক্তকে আটক করে।

সিতাই থানার আইসি দীপাঞ্জন দাস জানিয়েছেন, এর আগেও সিতাই থানার পুলিশ একাধিকবার মাদক বিরোধী অভিযান চালিয়ে সফল হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা জারি থাকবে বলে তিনি জানিয়েছেন।