ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সন্তানের জন্ম দিল কুমারী পরিচারিকা, ঘটনায় চাঞ্চল্য

A virgin maid gives birth to a baby



জলপাইগুড়ি:

সন্তানের জন্ম দিল কুমারী পরিচারিকা, ঘটনায় চাঞ্চল্য। শনিবার সকালে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সন্তানের জন্ম দেয় ২২ বছরের এক কুমারী মা।

জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা ওই যুবতী বানারহাট ব্লকের গয়েরকাটার এক বাড়িতে পরিচারিকার কাজ করত। শুক্রবার রাতে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হলে ভোর রাতে তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান বাড়ির মালিক।

এদিন সকালে ওই কুমারী মা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল জুড়ে। হাসপাতালের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়। ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। তবে ঘটনা সম্পর্কে বাড়ির মালিককে প্রশ্ন করা হলে পুরো বিষয়টি তারা এড়িয়ে যায় ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছুই বলেননি।

এদিকে কুমারী মায়ের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।