মঙ্গল শোভাযাত্রা দিনহাটায়

মঙ্গল শোভাযাত্রা দিনহাটায়



দিনহাটা শহরে মঙ্গল শোভাযাত্রা ও প্রসার কেন্দ্রের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হলো।এবছর অষ্টম বর্ষে পদার্পণ করলো দিনহাটা মঙ্গল শোভাযাত্রা।

২০১৮ সাল থেকে দিনহাটা মঙ্গল শোভাযাত্রা ও প্রসার কেন্দ্রের উদ্যোগে শুরু হয় এই শোভাযাত্রা।এবছরও বাংলা সংস্কৃতি ও ভাষাকে এগিয়ে নিয়ে যেতে অনুষ্ঠিত হল মঙ্গল শোভাযাত্রা।

দিনহাটার কচিকাচা থেকে শুরু করে সংস্কৃতি জগতের মানুষ ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।নাচে, গানে, বৈশাখী হাটের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানালেন দিনহাটাবাসী।

শোভাযাত্রাতে পোস্টারর মাধ্যমে তুলে ধরা হয় গাছ লাগাও প্রাণ বাঁচাও, রক্তদান জীবনদানের মত সমাজ সচেতন বার্তাও সাথে ছিল বিভিন্ন ধরনের মুখোশ।

দিনহাটা বোর্ডিং পাড়া মাঠ থেকে মদন মোহন বাড়ি হয়ে পাঁচমাথার মোড়ে শেষ হয় শোভাযাত্রা।মোড়ে মোড়ে নাচ গানে নতুন বছরকে স্বাগত জানানো হয়।শেষে বৈশাখী হাটের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।