Breaking News: বদলে গেল মাধ্যমিকের ফল প্রকাশের দিন

Madhyamik Result


বদলে গেল মাধ্যমিকের ফল প্রকাশের দিন। প্রথমে ৩০ শেষ এপ্রিল ফল প্রকাশের কথা জানা গেলেও এবার জানা গেল ৩০ই এপ্রিল নয় ২রা মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। পরীক্ষার ৭০ দিনের মাথায় এবছর ফল প্রকাশ করবে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এ বছরের মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদের তরফে সকাল ৯টা নাগাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণার পর ৯টা ৪৫ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভূক্ত করেছে ৯,৮৪,৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্য জুড়ে মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়। কড়া নিরাপত্তার বেষ্টনীতে ১০ই ফেব্রুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল মাধ্যমিক পরীক্ষা।