কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গিদের হাতে IB অফিসার! ঝালদায় শোকের ছায়া 

IB Officer death


কাশ্মীরে জঙ্গি হানায় নিহত ঝালদার মনীষ রঞ্জন। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলেগাঁও-এ এক নৃশংশ জঙ্গী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত হন ঝালদা শহরের বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্র। কাশ্মীরে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন গোয়েন্দা অফিসার মণীশরঞ্জন মিশ্র। আজ সকালে রাঁচি বিমানবন্দরে পৌঁছয় কফিনবন্দি দেহ। নিয়ে যাওয়া হচ্ছে পুরুলিয়ার ঝালদার বাড়িতে।


ঝালদা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুণ্ডি রোড এলাকার বাসিন্দা মনীষ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। তিন ভাই এর মধ্যেই মনীশ বড় ছিলেন। তারা বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে অবসর নিয়েছেন। ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকেই পড়শিদের অনেকে ভিড় জমিয়েছেন মনীশদের বাড়িতে।



মনীশের ভাই বিনীত বলেন,"কাল বিকেলেই খবরটা পাই। তাদের কাশ্মীর থেকে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল। আমরাও ঘর থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। পথে খবর পেয়ে ফিরে আসি। "শোকে মুহ্যমান মনীশের বাবা-মা কান্নায় ভেঙে পড়েছেন তারা। জঙ্গি হামলায় ঘরের ছেলের মৃত্যুতে প্রতিবাদ জানাতে আজ ঝালদা বাজার বন্ধ রাখার আবেদন জানিয়েছে ঝালদা নাগরিক মঞ্চ। শহরজুড়ে দোকানপাট বন্ধ, বাজার বসেনি। গত ২ বছর হায়দরাবাদে কর্মরত ছিলেন IB অফিসার মণীশ। স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়ে সন্ত্রাসের বলি হয়েছেন। ঝালদা শহরে মণীশের প্রতিবেশীরা এখন দেহ ফেরার অপেক্ষায়।