ব্যর্থ রাহানের লড়াই, লখনৌয়ের বিরুদ্ধে তীরে এসে তরী ডুবে গেল কলকাতার 

Rahane


লক্ষনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে এদিন টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলকাতার অধিনায়ক। এদিন প্রথম ব্যাট করতে নেমে ২৩৮ রানের স্কোর গড়ে লখনৌ। জবাবে ২৩৪ রানে শেষ করে কলকাতা। ৪ রানে জয় ছিনিয়ে নেয় লখনৌ সুপার জায়ান্টস।


এদিন লখনৌ ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। এদিন দুই ওপেনার দুরন্ত লড়াইয়ের পর লড়াইয়ে যোগ দেন পুরান। ২৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন মার্কারাম। ৪৮ বলে ৮১ করে অপর ওপেনার মার্শ। পুরানের ৩৬ বলে ৮৭ রানের ইনিংস জায়ান্টসকে ২৩৮-এ পৌঁছে দেয়। 



জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিকে ভালোই খেলে কলকাতা নাইট রাইডার্স। যদিও এদিন ব্যর্থ হন ওপেনার ডিকক। ১৫ রান করেন তিনি। অপর ওপেনার নারিন করে ৩১। ম্যাচকে শ্বাস দেয় রাহানে ৩৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন অধিনায়ক। এরপরেই পর ব্যর্থ ব্যাটাররা। ৭ উইকেট হারিয়ে শেষ দিকে লড়াই চালালেন রিঙ্কু সিং। ১৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন রিঙ্কু। চেষ্টা করলেও অল্পেই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় কলকাতা।