Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিম্নমানের লিটপিচ কাজ, পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্যের হস্তক্ষেপে কাজ বন্ধ

ভগবানগোলায় নিম্নমানের লিটপিচ কাজ, পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্যের হস্তক্ষেপে কাজ বন্ধ

Vagobangola news


ভগবানগোলা ব্লকের মোহাম্মদপুর অঞ্চলের বাগডাঙ্গা এলাকায় লিটপিচ নির্মাণকাজের মান নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে এবং নির্মাণ বিধির যথাযথ অনুসরণ করা হচ্ছে না।




শনিবার দুপুর ২টা নাগাদ বাগডাঙ্গা এলাকার পঞ্চায়েত সমিতির এক সদস্য এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের এক সদস্য ঘটনাস্থলে পৌঁছান। কাজের মান খতিয়ে দেখে তাঁরা কাজ বন্ধ করার নির্দেশ দেন। পঞ্চায়েত নয়, মূলত পঞ্চায়েত সমিতির সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরাই উদ্যোগী হয়ে কাজটি বন্ধ করান। তাঁদের অভিযোগ, এই রকম নিম্নমানের কাজ জনসাধারণের করের টাকার অপচয় এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হবে।




এদিকে, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, এলাকায় প্রতিটি টি ওয়ে প্রকল্পে কাজ করতে গেলে আড়াই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। ঠিকাদার বলেন, "যদি পুরো টাকা জনপ্রতিনিধিদের দিই, তাহলে প্রকল্পে আমাদের লস হবে। লাভের অঙ্ক তিন থেকে চার হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ। পুরোটা তুলে দিলে আমরা দেউলিয়া হয়ে যাব।"




স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের দুর্নীতির বিষয়ে তাঁরা আগেও একাধিকবার অভিযোগ করেছেন, কিন্তু প্রশাসনিকভাবে কোনও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন সংবাদমাধ্যমের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সদস্যরা জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হবে।




বর্তমানে কাজ বন্ধ রয়েছে। এলাকাবাসীর দাবি, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code