'অযোগ্য তালিকার বাইরে ১৭,২০৬ জন' আন্দোলনকারীদের আর কি বার্তা ব্রাত্যর
'অযোগ্য তালিকার বাইরে ১৭,২০৬ জন' আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে কাজে ফেরার আর্জি ব্রাত্য বসুর। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভাবে চাকরিহারাদের পাশে রয়েছেন। বিদ্যালয় শিক্ষা দফতর সব সময় তাঁদের স্বার্থে কাজ করে যাচ্ছে। সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে। আমরা রিভিউ পিটিশন করছি।’’
এসএসসি ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের উদ্দেশে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তাঁর বার্তা— ‘‘সরকার আপনাদের চাকরি রক্ষা করার চেষ্টা করবে, মাইনের ব্যবস্থা করবে আর আপনারা এসএসসির চেয়ারম্যানকে ঘেরাও করে রাখবেন, তিনি আদালত অবমাননার দায়ে পড়ে যাবেন, তা হতে পারে না।’’
তালিকা প্রকাশ না পেলে কারা স্কুলে যাবেন? বেতন কারা পাবেন? প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘১৭ তারিখ মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য-অযোগ্য আপনারা বলছেন আমরা নির্ধারণ করতে পারিনি। কিন্তু আপনারা যদি ১৭ তারিখের কেসটি দেখেন, যেখানে আমরা ক্ল্যারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে ১৭,২০৬ জন— তাঁরা যোগ্য। এটি মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে।’’
পাশাপাশি শিক্ষামন্ত্রী আরোও জানান, এমন কিছু করা যাবে না যাতে আমাদের রিভিউ পিটিশন দুর্বল হয়ে যায়। আপনাদের বা আমাদের আদালত অবমাননা না-হয়। তা বজায় রাখার অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, "সুপ্রিম কোর্টের রায় অনুসারে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগ দিতে অনুরোধ করছি উপযুক্ত শিক্ষকদের। বেতনের বিষয়ে আমাদের দফতর কাজ করে যাচ্ছে। এটি নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। আগামিকাল (বুধবার)-ও ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা রয়েছে। আপনাদের জন্যই এসএএসসি লড়ছে। একমাত্র সরকারই আপনাদের পাশে রয়েছে।’’
শিক্ষকদের উদ্দেশে ব্রাত্যের বার্তা, ‘‘আমরা আইনি পরামর্শ নিয়ে প্রতিটি ধাপ এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন। আপনারা গিয়ে আপনাদের কাজ করুন।’’ সেই সঙ্গে তাঁর দাবি, ‘‘আইনি প্রক্রিয়া এখনও চালু আছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে নির্দেশ দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা দায়বদ্ধ। আমাদের এটিও মনে রাখতে হবে, আমাদের সরকার, মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিক আবেদনে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেছে।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊