এবার কি বাতিলের পথে প্রাথমিকের ৩২ হাজার চাকরি ! আশঙ্কার মেঘ দেখছেন খোদ মুখ্যমন্ত্রী !
২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ পরবর্তীতে কলকাতা হাইকোর্টের আরেক টি মামলার দিকে নজর প্রত্যেকের। সেটি হলো প্রাথমিকের ৩২ হাজার চাকরি মামলা।
প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি খারিজ মামলার শুনানি দিন ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আগামী ২৮ এপ্রিল থেকে এই মামলার শুনানি শুরু করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে ৭ এপ্রিল মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এই মামলা থেকে সরে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। এরফলে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় বেঞ্চ বদল হয়। ওই মামলায় স্থির হয় নতুন বেঞ্চ। শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হল। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে সোমবার মামলাকারীদের তরফে দৃষ্টি আকর্ষণ করা হয়।
হাইকোর্ট সূত্রে প্রকাশ, বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা শুনবে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে '২৮ এপ্রিল শুনানি শুরু হবে'।
এদিকে গতকাল ২২ এপ্রিল মেদিনীপুরে একটি প্রশাসনিক সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, "আবার হাইকোর্টে একটা কেস করে বসে আছে। প্রাথমিকে ৩৫ হাজার চাকরি বাতিল করতে হবে। এরা কারা? একবার ভাবতে লজ্জা লাগছে না! মানুষের চাকরিগুলো কেড়ে নেওয়ার আগে তার পরিবার আছে, সন্তান আছে, এগুলো ভাবা দরকার।'
একদিকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে দুইদিন থেকে চাকরিহারাদের আন্দোলন চলছে। কমিশনের অফিসেই আটকে আছে সভাপতি। আজ তালিকা প্রকাশের কথা রয়েছে। এমন পরিস্থিতিতে প্রাথমিকের ৩২ হাজার চাকরি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।
উল্লেখ্য, ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊