৪০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত এসএসসি চেয়ারম্যান! এখনোও ধর্নায় চাকরিহারারা
সোমবার সন্ধ্যা থেকে নিজের দফতরে আটকে থাকার পর বুধবার সকালে ছাড়া পেয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও অন্য আধিকারিকেরা। সম্প্রতি সুপ্রিমকোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। সেই সকল চাকরি হারা কর্মীরা যোগ্য দের তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছিল। ২১ তারিখ সেই তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা প্রকাশ হয়নি। সেদিন থেকে এসএসসির সামনে বিক্ষোভে বসেছেন চাকরি হারা কর্মীরা।
এ বিষয়ে চাকরিহারাদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল বলেন, ‘‘বুধবার হাই কোর্টে মামলা রয়েছে। সেখানে চেয়ারম্যানকে সশরীরে হাজির থাকতে হবে। তাই শর্তসাপেক্ষে ওঁকে ছাড়া হচ্ছে।শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে রিভিউ পিটিশনের আগে তালিকা দেবেন না। সে নিয়ে আমরা তাঁর কাছেই জবাব চাইব। পাশাপাশি, ২২ লক্ষ ওএমআর প্রকাশের দাবিতেও আমরা অনড় রয়েছি।’’
২৬ হাজার চাকরি বাতিল নিয়ে এসএসসির আদালত অবমাননা মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সেই কারণে শর্তসাপেক্ষে ছাড়া হল এসএসসির চেয়ারম্যানকে। তবে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলছেই।
মঙ্গলবার রাতে চাকরিহারা শিক্ষকেরা জানান, ১৭,২০৬ জনের যে তালিকা বিকাশ ভবন দিয়েছে, তার মধ্যে ১৫,৪০৩ জন যোগ্য। কিন্তু এই তালিকায় তাঁরা ‘আংশিক সন্তুষ্ট।’ কারণ, ওএমআরের ‘মিরর ইমেজ’ এখনও প্রকাশ করা হয়নি। কেন হচ্ছে না, তার ব্যাখ্যা চাওয়া হবে মন্ত্রীর কাছে। অন্য দিকে, মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকেও তাঁরা জানতে চাইবেন, কেন ১৭ হাজারের মধ্যে যাঁরা অযোগ্য, তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না। একই দাবিতে বুধবার সকালেও তাঁদের অবস্থান চলছে। চড়া রোদ, তীব্র গরম উপেক্ষা করে এসএসসি দফতরের সামনেই ঠায় বসে রয়েছেন চাকরিহারারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊