চ্যাংড়াবান্ধায় পাথরের বেড থেকে উদ্ধার সেনার মটারশেল , আতঙ্কে ছড়ায় মেখলিগঞ্জ ভোটবাড়ি এলাকায়

Changrabandha-news


চ্যাংড়াবান্ধায় পাথরের বেড থেকে উদ্ধার সেনার মটারশেল , আতঙ্কে ছড়ায় মেখলিগঞ্জ ভোটবাড়ি এলাকায়। ঘটনার বিবরনে জানা গিয়েছে রবিবার সকালে চাংরাবান্দা মেখলিগঞ্জ ভোটবাড়ি হেলাপাকড়ি মোড় সংলগ্ন এলাকায় একটি পাথরের বেডে পাটুল ড দেওয়ার সময় উদ্ধার হল সেনাবাহিনীর একটি মটারশেল। 



স্থানীয় শ্রমিকরা মটারশেলটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বেড ম্যানেজারের খবর দেন। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষজন। পাথরের বেডের ম্যানেজার ইশক আলী দ্রুত পুলিশ প্রশাসনকে খবর দেন। পরে বিএসএফ আধিকারিকরা ছুটে আসেন ঘটনাস্থলে। 



স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাথরগুলি তোতলাবাড়ি থেকে আনা হয়েছিল অনুমান করা হচ্ছে সেখান থেকেই কোনোভাবে সেনাবাহিনী ফেলে দেওয়া মটারশেল পাথরের সঙ্গে চলে এসেছে। স্থানীয় তৃণমূল নেতা লক্ষীকান্ত সরকার একই মন্তব্য করেছেন। উল্লেখ্য এর আগে চ্যাংড়াবান্ধা অন্যান্য পাথরের বেড থেকে উদ্ধার হয়েছ মটারশেল। বিসকরা মনে করছেন দু বছর আগে সিকিমে ভয়াবহ বন্যা তিস্তা নদী ভেসে যাওয়া সেনা ক্যাম্পের আগ্নেয়াস্ত্র আজও বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে।