৭ তারিখ ‘কালীঘাট চলো’র ডাক বিজেপি যুব মোর্চার

BJP Yuva Morcha calls for 'Kalighat Chalo' on 7th


সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছে ২৫ হাজার ৭৫২জন শিক্ষক ও অশিক্ষক কর্মীদের। ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে আদালত। তারপরই ‘যোগ্য’দের চাকরি যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা নিজেদের অধিকারের দাবিতে আগামী ৭ এপ্রিল, সোমবার নেতাজি ইন্ডোরে সমাবেশ করবেন। তাঁদের পাশে থেকে সেই সমাবেশে যোগ দেবেন বলে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পরই তিনি একথা ঘোষণা করেছিলেন।

আগামী ৭ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘যোগ্য’ ‘বঞ্চিত’ শিক্ষকদের সমাবেশে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে শিক্ষামন্ত্রী, মুখ্যসচিব ও আইনজীবীরা থাকবেন।

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কর্মসূচির পালটা জবাব দিতে পথে নামছে বিজেপি যুব মোর্চা। একইদিনে ‘কালীঘাট চলো’র ডাক দেওয়া হয়েছে। কলকাতায় মিছিল হবে বলে ঘোষণা করেছে তারা।

শুক্রবার সন্ধ্যায় বিজেপি যুব মোর্চার তরফে ঘোষণা করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারির দাবি তুলে ওইদিন ‘কালীঘাট চলো’ অভিযানে নামছেন তাঁরা।