বদলীকরা হলো দেবু পাল কেসের বিচারক অরবিন্দ মিশ্রকে।
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
২০১৭ সালের ৫ সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের নাড়িগ্রাম দাসপাড়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল পঞ্চায়েত সদস্য দেবু পাল। ঘটনার পরের দিন ৬ সেপ্টেম্বর দেবু পালের স্ত্রী সন্ধ্যারানি পাল বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১৫ জনাকে গ্ৰেফতার করে বর্ধমান থানার পুলিশ।
প্রায় আট বছর ধরে এই মামলা আদালতে বিচারাধীন ছিল।
সোমবার বর্ধমান ফাস্টট্রাক সেকেণ্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র এই মামলায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করেন এবং জেল হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার রায় দেওয়া হবে বলে জানান। মঙ্গলবার ১৩ জন আসামীর মধ্যে ৪জন অনুপস্থিত থাকার কারণে আজ রায় দান স্থগিত রাখা হয়। আগামীকাল এই মামলার সমাপ্তি করার জন্য বাকী অভিযুক্তদের সাথে এই চার অভিযুক্তকে সশরীরে অথবা ভার্চুয়ালের মাধ্যমে হাজির রাখার নির্দেশ দেওয়া হয় জেল সুপারকে।
এরি মধ্যে মঙ্গলবার দুপুরের পর এই কেসের বিচারক অরবিন্দ মিশ্রের বদলীর নোটিশ আসায় ব্যপক হইচই শুরু হয় আদালত চত্বরে। আগামী কাল এই রায়দানে কি হবে সেই নিয়ে শুরু হয় গুঞ্জন।তবে সমস্ত গুঞ্জনের অবসান ঘটালেন বর্ধমান আদালতের বিচারকরা।বিচারক সদন তা বলেন এটি রুটিন মাফিক বদলী।এই বদলীর সাথে বিচার প্রক্রিয়ার কোনো সমস্যা হবেনা।এই বিচারক-ই এই কেসের রায় দান করবেন।
আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন এই বদলী হাইকোর্টের রুটিন মাফিক বদলী।এখানে শুধু মাত্র একজন বিচারককে বদলী করা হয়নি। একসাথে রাজ্যের অনেক বিচারককে বদলী করা হয়েছে। বিশ্বজিৎ দাস বলেন অরবিন্দ মিশ্রকে ঝাড়গ্ৰামে এ ডি জে সেকেন্ড কোর্ট বদলী করা হয়।আর অরবিন্দ মিশ্রের জায়গায় আসেন শ্যামাপ্রশন্য চ্যাটার্জী। তিনি নর্থবেঙ্গল থেকে আসছেন বলে জানান আইনজীবী বিশ্বজিৎ দাস।তবে এই মামলার বিচার প্রক্রিয়া কোনো অসুবিধা হবেনা বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊