ফলিমারি ও গিতালদহ দুটি সাবস্টেশনের উদ্বোধন করলেন রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সন্দীপ কুমার

Rail


নিউ কোচবিহার বামনহাট রেল সেকশনে পরিদর্শনে রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সন্দীপ কুমার। শুক্রবার দুপুর ১.১৫ মিনিট নাগাদ দিনহাটা স্টেশনে বিশেষ ট্রেনে এসে পৌঁছান সন্দীপ কুমার। এরপর সেখান থেকে বামন হাট স্টেশন এর উদ্দেশ্যে রওনা দেন রেলের ঐ উচ্চপদস্থ আধিকারিক। 



এদিন সেখানে চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়াও আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন ফলিমারি ও গিতালদহ এলাকায় দুটি সাবস্টেশনের উদ্বোধন করেন রেলের ওই উচ্চ পদস্থ অধিকারীক বলে জানা গেছে।