এবার যৌথভাবে আন্দোলনে আশা-স্বাস্থ্য কর্মী, অঙ্গন‌ওয়ারি‌ কর্মী ও মিড ডে মিল কর্মীরা

ASHA health workers, Anganwadi workers and mid-day meal workers are jointly participating in the movement.



এবার যৌথভাবে আন্দোলনে নামলেন জলপাইগুড়ি জেলার সমস্ত আশা স্বাস্থ্য কর্মী, অঙ্গন‌ওয়ারি‌ কর্মী ও মিডডেমিল কর্মীরা।

প্রতি মাসে ২৬ হাজার টাকা করে বেতন দেওয়ার দাবি তুলে রাস্তায় নামলেন কয়েকশো মহিলা কর্মী। এই দাবিগুলো নিয়ে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে‌ন তারা। এরপর মিছিল নিয়ে জলপাইগুড়ি‌র জেলাশাসকের দপ্তরে এসে একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলন‌কারী আশা স্বাস্থ্য কর্মী, অঙ্গনওয়ারি‌ কর্মী ও মিডডেমিল কর্মীরা।

আন্দোলনকারীদের পক্ষ থেকে দেবযানী বোস বলেন, তাদের মোট ১১ দফা দাবি রয়েছে। এই তিনটি সংগঠনের প্রত‍্যেক মহিলাকে সরকারি কর্মীর স্বীকৃতি, মাসিক বেতন ন‍্যূনতম ২৬ হাজার টাকা সহ আরও বিভিন্ন দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এছাড়া অবসরকালীন সময়ে ১০ হাজার টাকা করে পেনশন দেওয়ার দাবি জানান তারা।